টাঙ্গাইল প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ বলেছেন, বর্তমান সরকারের সময়ে তাঁতীরা সর্বোচ্চ সুবিধা পাচ্ছে। সুদ বিহীন ক্ষুদ্র ঋণের পাশাপাশি চলতি মূলধন প্রকল্পেও সরকার ঋণ দিচ্ছে। টাঙ্গাইলের তৈরি শাড়ি, গামছা, লুঙ্গি ও চাদর তৈরি ও বাজারজাত ব্যবস্থা উন্নত করতে তাঁত বোর্ড কাজ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে টাঙ্গাইলের ৩২টি প্রাথমিক তাঁতী সমিতির অধীনে দুই হাজার ৪৩৩জন তাঁতীর মাঝে ক্ষুদ্র ও চলতি মূলধন হিসেবে পাঁচ কোটি ৬৮ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। আমাদের টাকার কোন অসুবিধা নাই। আমরা চাই দক্ষ তাঁত শিল্পি গড়ে তুলতে। শনিবার(১০ জুন) বিকালে টাঙ্গাইলের বাজিতপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের বেসিক সেণ্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও বাতাঁবোর উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বেসিক সেণ্টারের লিঁয়াজো অফিসার মো. রবিউল ইসলাম ও তাঁতীরা উপস্থিত ছিলেন।
এসএইচ