আশা পূরণ না হওয়ায় যা বললেন নায়ক ফেরদৌস

বড় আশা নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন, চেয়েছিলেন ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী হতে; কিন্তু আশা পূরণ হয়নি জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে এই আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন হচ্ছে।

সেই নির্বাচনে নৌকার প্রার্থী হতে ফেরদৌস আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে শুক্রবার দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত তার পক্ষে আসেনি।

এদিন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে মনোনীত করা হয়। পরে গণভবনের বাইরে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

এদিকে মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন অভিনেতা ফেরদৌস।

তিনি বলেন, ‘আমি এই (ঢাকা-১৭ আসন) এলাকার সন্তান। আমার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা সব কিছুই এখানে। এই এলাকার রাস্তাঘাট, প্রতিটি অলিগলি আমার খুব চেনা। আর এখানকার মানুষজনও আমাকে খুব ভালোবাসে। আমি জানি, এখানে কী কী করা প্রয়োজন। তাই নায়ক হিসেবে নয়, এই এলাকার সন্তান হিসেবে নির্বাচনে করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

যেহুতো মোহাম্মদ এ আরাফাত নৌকার টিকিট পেয়েছেন। এখন কী তার হয়ে প্রচারণায় অংশ নেবেন? উত্তরে ফেরদৌস বলেন, ‘আমি প্রায় দুই যুগ ধরে আওয়ামী লীগের হয়ে সামাজিক নানা কাজ করে আসছি। আগামীতে এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ভালো হবে, তা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি তা সাধুবাদ জানাই। আর নির্বাচন করার সুযোগ আমাকে দেওয়া হয়নি বলে, আমি কাজ করব না- এমনটা ভাবার কোনো সুযোগ নেই। অবশ্যই আওয়ামী লীগের হয়ে প্রচারণার মাঠে আমাকে পাওয়া যাবে। বরং কাজটি আরও আগ্রহ নিয়ে করব, এটি আমার এলাকা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *