সর্বশেষ সংবাদ

শাকিবকে নিয়ে আবারো সিনেমা বানাতে চান ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়েই জনপ্রিয়তা অর্জন করে শাকিব-অপু জুটি।

এরপরে এই জুটিকে নিয়ে আরো কয়েকটি সিনেমা প্রযোজনা করেন তিনি। দীর্ঘ বিরতীর পরে আবারো শাকিব খানকে নিয়ে সিনেমা প্রযোজনার কথা জানালেন ডিপজল।

ডিপজল বলেন, শাকিবকে নিয়ে অনেক আগের দুইটা গল্প ছিল। যখন শাকিব আমার কাছে ছিল। শাকিব এখনও আমার কাছের। দেখলে এখনও ওর বাপের থেকে কম অংশে মাপে না। আমিও দোয়া করি শাকিব যেন ভালোভাবে কাজ করে। কাজের দিকে মনোযোগ দেয়। শাকিবকে আগামীতে দুইটা সিনেমায় নেয়ার পরিকল্পনা আছে। যদি ওর শিডিউল থাকে।’

এর আগে ডিপজল বলেছিলেন, শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার।

উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল। বর্তমান কমিটির ওপর ক্ষোভ থেকেই তার এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।

আরও পড়ুন

রণবীরের প্রতি আমার আকর্ষণ রয়েছে: দীঘি

বলিউড তারকা রণবীর কাপুরের অন্ধ ভক্ত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুধু তাই না, ভারতের এই অভিনেতাকে মনে মনে বিয়ে করেছেন- বছরখানেক আগে...

ব্লাউজের মাপ আমাদেরই ঠিক করতে হবে: স্বস্তিকা মুখার্জি

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই স্বাধীনচেতা ও ঠোঁটকাটা স্বভাবের মানুষ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই খোলামেলা কথা বলতে দেখা যায় তাকে। কখন কী করবেন, কী...

সেরা পঠিত