বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী ঐশী

চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিয়ে করেছেন। পাত্রের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে।

শুক্রবার (০২ জুন) রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এর আগে গত ৩১ মে ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা হয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পীরা অংশগ্রহণ করে হলুদ সন্ধ্যায়।

আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির।

সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *