শরিফুল রাজের প্রতি ওইভাবে ইন্টারেস্টই নেই: সুনেরাহ

ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন অভিনেতা শরিফুল ইসলাম রাজ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, কিংবা এগুলো অন্য কিছু ইঙ্গিত দেয় কি না। তবে সুনেরাহ রাজের মতোই সে গুজব উড়িয়ে দিলেন।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে অভিনেত্রী বলেছেন, রাজের প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই ওইভাবে। তারা কেবলই ভালো বন্ধু। আগেরদিন রাজও একই কথা বলেছেন। ছবি ও ভিডিও নিয়ে বিব্রত জানিয়ে তিনি বলেছেন, তিনি এগুলোর কিছুই জানেন না।

রাজের সঙ্গে কোনো গুজব আছে কি না, সে প্রশ্নে সুনেরাহ বলেন, আমাদের নিয়ে কখনোই কোনো গুজবের প্রশ্নই ওঠে না। আমাদের কিছু নাই। ওর প্রতি আমার জিরো পয়েন্ট জিরো ইন্টারেস্টও নেই ওইভাবে। ও আমার ভালো বন্ধু। ও সব সময় আমাকে ছেলেদের মতো ট্রিট করে আসছে।

অভিনেত্রী আরও বলেন, ও আমাকে শুধু বলত, তুই মেয়ে নাকি, তুই মেয়ে নাকি, তুই পোলা। সব সময় এভাবেই ট্রিট করছে। আমরা এমনই বন্ধু। এখানে অন্য কিছুর প্রশ্নই ওঠে না।

যদিও সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিডিও ফাঁসের ঘটনায় শরিফুল রাজ ও সুনেরাহ সম্পর্কে চাঞ্চল্যকর কথা বললেন পরীমনি। জানান, তার স্বামীকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।

পরীমনি বলেন, ওই মেয়ে (সুনেরাহ) বলেছে তাদের ১০ বছরের ফ্রেন্ডশিপ। এতদিন তাদের বন্ধুত্ব কোথায় ছিল। যদি বন্ধুই হবে তাহলে আমি সবচেয়ে ক্লোজ হবো তাদের, তাই না। ওদের ওঠাবসা হবে আমার বাসাতে। অথচ সেই ১০ বছরের মেয়েদের আমি এতদিন খুঁজে পাইনি। সে (সুনেরাহ) লিখেছে, বিয়ের পর যোগাযোগ রাখিনি, কথা হচ্ছে আমি কি বিয়ের পর যোগাযোগ রাখতে না করেছি।

তিনি আরও বলেন, রাজ ১০ দিন বাসায় নেই, তাহলে এই ১০ দিনে কেন তোমাদের যোগাযোগ বাড়ছে। কয়েক বছর আগের এসব ভিডিও নিয়ে কিচ্ছু হতো না। এমনিই সব ঠান্ডা হয়ে যেত। আমি শতভাগ নিশ্চিত, ওই মেয়ে ইচ্ছা করে ভিডিওগুলো ছড়িয়েছে। সবারটা গণহারে দিয়েছে, যাতে ব্লেম করা যায় আমাকে। এসব ওই মেয়েরই মাস্টারপ্ল্যান।

এছাড়া পরীমনি বলেন, আমি জামাইয়ের সঙ্গে কথা বলতে পারতেছি না। অথচ ওই মেয়ে (সুনেরাহ) বলতেছে, রাজ যদি এটা বলে…! কী অদ্ভুত, তুই কি রাজকে শিখিয়ে দিবি, কী বলবে? তার অর্থ রাজ নিশ্চয় ওই মেয়ের কাছে কোনো কিছুতে ধরা আছে। রাজকে ওই মেয়ে হয়তো ব্ল্যাকমেল করবে, আমার কাছে তো এটাই আশঙ্কা হচ্ছে।

এখন তো আমি নিশ্চিত, কারো দ্বারা ব্ল্যাকমেল হচ্ছে রাজ। তা না হলে কি রাজ কোথাও বলেছে, তার পরীকে সন্দেহ হয়? তাহলে কেন ওই মেয়ে বলল, যদি রাজ বলে…। ওই মেয়ে কেন এত কনফিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *