মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সরকারী বই বিক্রি ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের মো. রফিকুল ইসলাম, সাগরদিঘী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আনছার আলী, দাতা সদস্য মোঃ শের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমতউল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। সম্প্রতি সরকারী বই বিক্রি করার অভিযোগও উঠে তার বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক রহমতউল্লাহর দৃষ্টান্ত মূলক শাস্তি ও পদ থেকে তাকে বরখাস্তের দাবি জানান তারা।
এসএইচ