এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগ একটি আসনেও সিট পাবে না: হারুনুর রশিদ

নজর২৪, ঢাকা- নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। একদলীয় শাসনব্যবস্থা চলছে। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হলে একটি আসনেও আওয়ামী লীগ সিট পাবে না।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে গণতান্ত্রিক ফোরাম আয়োজিত মানববন্ধন এ কথা বলেন তিনি।

 

এসময় হারুন আরও বলেন, পৃথিবীর আর কোথাও দ্বিতীয়টি নেই, যেখানে স্বাস্থ্যখাতে এত দুর্নীতি হয়েছে। দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতি।

 

এই সরকার তাদের সমালোচনা হোক তা পছন্দ করে না। পার্লামেন্ট কিংবা রাজপথ বর্তমান সরকার চায় না কোথাও তাদের সমালোচনা হোক। সংসদেও তারা কথা বলতে দেয় না বলেও অভিযোগ করেন হারুন রশীদ।

 

এসময় হারুন আরও বলেন, পৃথিবীর আর কোথাও দ্বিতীয়টি নেই, যেখানে স্বাস্থ্যখাতে এত দুর্নীতি হয়েছে। দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *