সর্বশেষ সংবাদ

ভারতকে কখনও আলাদা দেশ ভাবতাম না: জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ভারতে। বর্তমানে ঢালিউডের চেয়ে টলিউডেই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ভারতকে কখনও আলাদা দেশ ভাবতেন না বলে জানিয়েছেন জয়া।

পশ্চিমবঙ্গে আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এ কারণে বর্তমানে সিটি অব জয়ে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই এই মন্তব্য করেন জয়া।

অভিনেত্রী বলেন, ভারতকে কখনও আলাদা দেশ ভাবতাম না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন ভারত আমাদেরই দেশ। বাবা সবসময় দু’দেশের কথা বলতে গিয়ে ‘আমরা’ করেই বলতেন। কলকাতাকে আলাদা করে দেখেননি। বর্তমানে সেটাকে নতুন করে পাওয়া আমার কাজের মধ্য দিয়ে।

বাবাকে স্মরণ করে জয়া বলেন, আজ বাবা বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। এখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি। এখানকার মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে বাবাকে খুব মিস করি আমি।

গেল এক দশকে ঢাকার চেয়ে কলকাতায় বেশি কাজ করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখানে পরপর ভালো কিছু কাজ পেয়েছি। নিজের দেশেও কাজ করেছি। তবে এখানে একটু বেশি পাওয়ায় করা হয়েছে। এখন আবার ভেবেছি বাংলাদেশের কাজের ওপরে মনোযোগ দেব।

আরও পড়ুন

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

শিক্ষাগত যোগ্যতা নিয়ে শাকিবকে টিটকারি! মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ খান

কয়েকদিন ধরেই ঢালিউডে আলোচনার কেন্দ্রে ছিলেন শাকিব খান এবং জায়েদ খান। নিজেকে শাকিবের থেকে বেশি শিক্ষিত বলে দাবি করেছিলেন জায়েদ। এরপরেই ফুঁসে ওঠেন শাকিব...

সেরা পঠিত