গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা। এ নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮৩২ ভোট।
স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৩৫ ভোট। অর্থাৎ ৩৯০৩ ভোটে এগিয়ে আছেন জায়েদা খাতুন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম হাতি প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৫৬ ভোট।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল না প্রার্থীদের।