সর্বশেষ সংবাদ

প্রাপ্ত কেন্দ্র: ৮০, আজমত উল্লাহর চেয়ে ৪ হাজার ভোটে গিয়ে জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা। এ নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮৩২ ভোট।

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৩৫ ভোট। অর্থাৎ ৩৯০৩ ভোটে এগিয়ে আছেন জায়েদা খাতুন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম হাতি প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৫৬ ভোট।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল না প্রার্থীদের।

আরও পড়ুন

সারাদেশে শীতের তীব্রতা বাড়বে এ সপ্তাহেই, জানালো আবহাওয়া অফিস

নভেম্বর গড়িয়ে চলে এসেছে ডিসেম্বর মাস। বাংলায় অগ্রহায়ণ মাসেরও অর্ধেক শেষ। তবে শীতের দেখা মেলেনি এখনও। উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাত ও ভোরের...

৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, অপেক্ষা শুধু সময়ের

ভূমিকম্প হয়— মৃদু গতিতে অথবা থরথর করে। বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে। কোথাও তীব্রতা বেশি। কোথাও খানিক কম। কোথাও ধ্বংসলীলা চালায়, কোথাও শুধু আতঙ্ক তৈরি...

সেরা পঠিত