আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছেন চিত্রনায়ক রোশান। বিয়ের খবর চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ্যে আনেন এই ঢালিউড তারকা। বুধবার (২৫ মে) রাত ১০টা ৫৪ মিনিটে তিনি ফেসবুকে জানালেন বাবা হওয়ার খবর।
জানা যায়, রোশান মেয়ের বাবা হয়েছেন। নবজাতকের চারটি ছবি শেয়ার করে রোশান লেখেন, “আলহামদুলিল্লাহ, আজ আমি আশীর্বাদ পেলাম, যেন বেহেশত সাথে আছে।”
রোশান জানান, বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।
রোশান বলেন, মঙ্গলবার রাত তিনটা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছিলেন। রাতে ফিরে দেখেন স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করছেন। ভোরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করাই। সকালে কন্যা ভূমিষ্ঠ হয়।
উচ্ছ্বাস নিয়ে রোশান বলেন, আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।
এর আগে চলতি মাসের ৬ তারিখে চিত্রনায়ক রোশানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।