সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে অবৈধ ৬ টি করাত কলকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈর উপজেলা জেলার জালশুকা, গোসাত্রা, চান্দাবহ এলাকায় অবৈদ ৬ টি করাত কলতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। রবিবার বিকেলে অবৈদ ৬টি করাত কলকে ২৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

কালিয়াকৈর রেঞ্জেরে বন বিভাগ সূত্রে জানা যায় বাড়ইপাড়া বিট অফিসের আওতাধীন উপজেলার জালশুকা, গোসাত্রা, চান্দাবহ এলাকায় রাজ্জাক, মারুফ, হালিম, রফিক, ফয়সাল, আয়েশা সমিল ব্যবসায়ীরা দীর্ঘ দিন অবৈধ করাত কল দিয়ে কাঠ চেরাই করে বিক্রি করে আসছিল।

বিষয়টি ঢাকা বিভাগীয় ঊর্ধ্বতন বন কর্মকর্তার নজরে আসলে রবিবার বিকেলে ৬টি অবৈধ করাত কলকে ২৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এই সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, চন্দ্রা বিট কর্মকর্তা নুর মোহাম্মদ, বাড়ইপাড়া বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরীসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা ।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ছয়টি করাত কলকে জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত