কালিয়াকৈরে অবৈধ ৬ টি করাত কলকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈর উপজেলা জেলার জালশুকা, গোসাত্রা, চান্দাবহ এলাকায় অবৈদ ৬ টি করাত কলতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। রবিবার বিকেলে অবৈদ ৬টি করাত কলকে ২৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

কালিয়াকৈর রেঞ্জেরে বন বিভাগ সূত্রে জানা যায় বাড়ইপাড়া বিট অফিসের আওতাধীন উপজেলার জালশুকা, গোসাত্রা, চান্দাবহ এলাকায় রাজ্জাক, মারুফ, হালিম, রফিক, ফয়সাল, আয়েশা সমিল ব্যবসায়ীরা দীর্ঘ দিন অবৈধ করাত কল দিয়ে কাঠ চেরাই করে বিক্রি করে আসছিল।

বিষয়টি ঢাকা বিভাগীয় ঊর্ধ্বতন বন কর্মকর্তার নজরে আসলে রবিবার বিকেলে ৬টি অবৈধ করাত কলকে ২৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এই সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, চন্দ্রা বিট কর্মকর্তা নুর মোহাম্মদ, বাড়ইপাড়া বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরীসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা ।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ছয়টি করাত কলকে জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *