মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন, শেরপুরের খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ।
একদিনের উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।
এসএইচ