সর্বশেষ সংবাদ

বিচ্ছেদ জীবনেরই অংশ: সানাই মাহবুব

বিচ্ছেদকে স্বাভাবিক ব্যাপার মন্তব্য করে আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই বলেছেন, এগুলো জীবনেরই অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শনিবার এ কথা বলেছেন তিনি।

এ পোস্টের কমেন্টে অনেকেই লিখেছেন, তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন সানাই? এই প্রশ্নে অবশ্য এখনও মুখ খোলেননি তিনি।

ফেসবুকে সানাই লিখেছেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলা জীবনের অংশ। এবং সব দোষ যে মেয়েদেরই এমনটাও ভাবার কিছুই নাই।’

তিনি লিখেছেন, ‘স্বামী/স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খুজে লাভ কী? যাই হোক জীবন এমনই।’

এর আগে সম্প্রতি ফেসবুক লাইভে এসে তাকে নিয়ে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের সতর্ক করেন সানাই।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু সানাই মাহবুবের। পরে কাজ করেন মিউজিক ভিডিওতে। এক পর্যায়ে ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে সিনেমা দুটি মুক্তি পায়নি।

আরও পড়ুন

আমার কাঁধে হাত রাখার একজন মানুষ আছে: পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির নানা মারা গেছেন কয়েকদিন হয়েছে। প্রিয়জনকে হারানোর এই শোক তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। প্রিয় নানা ভাইকে হারিয়ে পরীমণি এখনো...

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

সেরা পঠিত