বলিউড অভিনেতাদের চেয়েও বেশি পারিশ্রমিক! সিনেমা প্রতি কত নেন বিজয়

ভারতের তামিল সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তাকে নিয়ে অনুরাগী মহলে উন্মাদনার শেষ নেই। গুঞ্জন রটেছে, তার সিনেমা পিছু পারিশ্রমিক নাকি ২০০ কোটি রুপির গণ্ডি ছুঁয়েছে!

দক্ষিণের সিনেমাতে তো বটেই, বলিউড ইন্ডাস্ট্রিতেও এত পারিশ্রমিকের ধারে কাছেও নেই অনেক তারকা। যা রটেছে তা কি আদৌ সত্যি?

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে লোকেশ কনগরাজের থ্রিলার সিনেমা ‘লিও’র শুটিংয়ে ব্যস্ত বিজয়। বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। ‘লিও’র জন্যও কি ২০০ কোটি নিয়েছেন তিনি? অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি অবশ্য ভিন্ন। বিজয় দক্ষিণী সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক অর্জনকারী অভিনেতা হলেও ২০০ কোটির ক্লাবে নাকি এখনও নাম লেখাননি তিনি।

সিনেমা প্রতি এখন তিনি ১২৫ কোটি টাকা নিচ্ছেন। বিজয়ের ‘ভারিসু’ সিনেমাটি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। আগে নিতেন ১২০ কোটি। ‘ভারিসু’র সাফল্যের পর এক লাফে ৫ কোটি রুপি বেশি পারিশ্রমিক হাঁকছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় বিজয়ের পারিশ্রমিকের গুঞ্জন ছড়িয়ে পড়তেই অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। কিছু নেতিবাচক মন্তব্যও অবশ্য এসেছে।

এক জন লিখেছেন, ‘বলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করলে বিজয়ই ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।’

চলতি বছর বলিউডে ‘পাঠান’ মুক্তির পর প্রকাশ্যে এসেছিল, শাহরুখ খান এই সিনেমার জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। সে কথা মনে করিয়ে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘‘ভারিসু’ তো ফ্লপ করেছে।’’

মন্তব্যে আবার দেখা গেছে বিজয়ের সঙ্গে তুলনায় অন্য তারকার প্রতি অনুরাগও। একজন লিখেছেন, ‘প্রভাস হলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক অর্জনকারী অভিনেতা। ১৫০ কোটি নেন সিনেমা প্রতি।’ তবে জনপ্রিয়তা এবং পারিশ্রমিকের বিচারে যে অনেককেই পিছনে ফেলে দিয়েছেন বিজয়, তা নিয়ে সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *