ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। আর এই নায়কের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আলোচনা-সমালোচনা। তিনি একি সঙ্গে শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
নানা সময়ে বিভিন্ন ধরণের মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসা জায়েদ খানের জন্য এখন নিয়মিত রুটিন। এসবের তোয়াক্কা না করেই প্রতিনিয়ত নানা ধরণের মন্তব্য করেই চলছেন তিনি। কখনো সংগঠন, কখনো সিনেমা, আবার কখনো ব্যক্তিজীবন আবার কখনো বেসুরো গলায় টিভি চ্যানেলে গান গাওয়া নিয়ে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গান গেয়ে সমালোচিত হচ্ছেন এই চিত্রনায়ক নায়ক। নেটিজেনদের একাংশ এই নায়কে ট্রল করছেন ভুল রিলিক্স ও বেসুরে গান গাওয়ার জন্য।
তবে জায়েদ খান বলছেন, আমাকে জোর করে গান গাওয়ানো হয়েছে।
এই নায়কদের দাবি তিনি সেদিন আবেগী ছিলেন। তাকে জোর করে গান গাওয়ানো হয়েছে। আবেগে ভুল গেয়েছেন তিনি। তিনি বলেন, অনুষ্ঠানে আমাকে জোর করা হয়েছে ফারুক ভাইয়ের গান গাওয়ার জন্য। আমি আবেগে একটু ভুল গেয়েছি, আয়োজনেই সেজন্য ক্ষমা চেয়েছি।
বুধবার রাতে একটি বেসরকারি সংবাদভিত্তিক একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে নায়ক ফারুক অভিনীত ‘সারেং বউ’ ছবির আবদুল জব্বারের গাওয়া বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া’ গেয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন জায়েদ।
ফেসবুক রিলস আকারে জায়েদের গাওয়া গানের ছোট একটি ক্লিপস শেয়ার করে রীতিমত মজা করছেন নেটিজেনরা।