সর্বশেষ সংবাদ

রামপালে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মেহেদি হাসান নয়ন, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল থানা পুলিশের অভিযানে মো. ইউসুফ সরদার (২৬) কে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়েছে।

১৯ মে শুক্রবার সকাল ৬ টায় রামপাল থানার গৌরম্ভা পুলিশ ক্যাম্পের এসআই মো. নাসির উদ্দীন ১নং গৌরম্ভা ইউনিয়নের বর্নি-সুরিঘাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গাউস শেখের মুদির দোকানের সামনের থেকে মো. দিদার সরদার ছেলে মো. ইউসুফ এর কাছ থেকে প্রায় ৫ হাজার টাকার ৫০ (পঞ্চাশ) মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম আশরাফুল আলম জানান, মাদক কারবারি ইউসুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং১০। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত