সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে সিএনজি উল্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার গাজিরহাট এলাকার মনি মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ(৬২) উপজেলার মানিকপুর গ্রামের মৃত এয়াকুব মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিনজি উল্টে গুরুত্বর আহত হয় সিনজি আরোহী রশিদ ও তার স্ত্রী হাজেরা আক্তার (৪৫)। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত