মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল নজর২৪.কম’ সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত মুছিরাম রাজবংশীর স্ত্রী মরনী রাজবংশী (৯৪)। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে মরনী রাজবংশীর নিজ বাড়ি মিরিকপুর গিয়ে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন ইউএনও পাপিয়া আক্তার।
১১ মে মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল নজর২৪.কম ‘আর কত বয়স হলে ভাতার কার্ড পাবে মরনী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা নজরে সংবাদটি আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে বৃদ্ধা মরনী রাজবংশীর বয়স্ক ভাতার কার্ড করে দেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শুভঙ্কর সূত্রধরসহ প্রমুখ।
মরনী রাজবংশী বলেন, এই বয়সে এসে ভাতার কার্ড পাবো কল্পনাও করতে পারি নাই। আমি ভাতার কার্ড পেয়ে অনেক খুশি হয়েছি। ভাতার কার্ডের টাকা দিয়ে আমি ঠিক মতো ঔষধ খেতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, বয়স্ক মরনী রাজবংশীর বিষয়টি অনলাইন ও পত্রিকার মাধ্যমে জানতে পেরে দ্রুত উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তার বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেছি। শেষ তিন বছর ধরে কোনো বয়স্ক ভাতার কার্ড আসতেছে না। কেউ যদি মারা যায় তাহলে আমরা প্রতিস্থাপন করতে পারি।
এসএইচ