সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকির হোসেন।
এবারের বাজেট আয় ও ব্যয় সমান রেখে উপস্থাপন করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৬ লাখ ৭০ হাজার ৬৬৩ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৭২ লাখ ৫৪ হাজার টাকা। মোট ১ কোটি ৯ লাখ ২৪ হাজার ৬৬৩ টাকা।
পরিষদের চেয়ারম্যান মো. মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পিজুস কুমার বিশ্বাস প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মালেক মোল্লা, ইউপি মেম্বার মো. শের আলী, মো. আব্দুল বারী, মো. ফসিয়ার রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নুরজাহানসহ সকল ইউপি সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এসএইচ