শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলায় করিমন চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বিকালে পৌর শহরের মাদ্রাসা (আনসার ক্লাব) রোড এলাকায় করিমনের নিচে পড়ে রহমান বিশ্বাস (২) নামের শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের মাদ্রাসা (আনসার ক্লাব) রোডের শাহিন বিশ্বাসের ছেলে রহমান বিশ্বাস (৩) বিকালে গরু নিয়ে খেলা শেষে অসতর্কতাবশত দৌড় দিলে দ্রুত গতিতে আসা একটি করিমনের নিচে চাপা পড়ে শিশুটি জখম হয়।
পরে করিমন চালক ও স্থানীয়রা শিশুটিকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করলে খুলনা যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
এসএইচ