সর্বশেষ সংবাদ

বাসাইলে এমপির নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপিসহ বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে বাসাইলের কাশিল বটতলা এলাকায় উপজেলা আওয়ামীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন, বাসাইল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হুদা খান বাহাদুর, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, থানা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি জহির আহমেদ জমাদার পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম গত ৮ তারিখে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপিসহ বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিল।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত