চিত্রনায়ক রোশান ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। বিয়ের ব্যাপারটি এত দিন গোপন রাখার কারণ হিসেবে তিনি জানান, পাবলিকলি জানাইনি কারণ তার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।
সম্প্রতি দুই পরিবারের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠাকিনতা সাড়েন এই নায়ক। তার স্ত্রীর নাম তাহসিনা এশা। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।
এদিকে বিয়ের কথা প্রকাশ্যে আসার সাত দিন পার না হতেই কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়—মা-বাবা হতে যাচ্ছেন এশা-রোশান। তবে এ গুঞ্জনে সংবাদমাধ্যমকে চিত্রনায়ক বললেন ভিন্ন কথা।
রোশান বলেন, ‘আমি তো অফিশিয়ালি কিছু জানাইনি। আমার লাইফে যা কিছু হয় সবই অফিশিয়ালি জানিয়ে দেই। কিছু যদি ঘটেও তাহলে সেটা আমি জানাব।’
এর আগে প্রকাশিত সংবাদে বলা হয়, রোশানের পরিবারের ঘনিষ্ঠজনরা তার বাবা হতে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তার স্ত্রী এশা বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। এ কারণেই সন্তান জন্মের আগে বিয়ের কথা প্রকাশ্যে আনতে চেয়েছেন তারা।
প্রকাশিত সংবাদের ব্যাপারে তিনি বলেন, ‘যারা নিউজ করেছে তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ না করেই করেছে। আমি এখনো কোনো কিছু দেখিনি। আমি কখনো কোনোকিছু অফিশিয়ালি কিছু জানাইনি।’