মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় এমপি’র এপিএস আমজাদ হোসেনের বাড়িসহ একই রাতে পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এসব চুরি সংঘটিত হয়।
এলাকা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে সংঙ্গবদ্ধ চরের দল ঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। ঘর থেকে নগদ ৩ লাখ ৭০ টাকা, ৬ ভরি স্বর্ণাংলকার ও জরুরি কাগজপত্র চুরি করে নিয়ে যায়। একই রাতে সোহরাব বিডিআর এর বাড়িতে ঘরের তালা ভেঙ্গে স্বর্ণাংলকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে।
এছাড়াও ওই রাতে একই গ্রামের বাসিন্দা ও ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি’র এপিএস আমজাদ হোসেন, তার বড় ভাই সোহরাব হোসেন ও পার্শ্ববর্তী শাহাজাহান মিয়ার বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার সকালে সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানার অফিসার-ইন-চার্জ রফিকুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে বিষ্ণুপুর ও বিষ্ণুবাড়িয়া গ্রামে পৃথক পৃথক সময়ে একই কায়দায় সিরিজ চুরির ঘটনা ঘটেছে।
এসএইচ