সর্বশেষ সংবাদ

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করসেপন্ডেন্ট, রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিলয় নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেরোবি ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার গ্রুপের সঙ্গে সাধারণ সম্পাদক শামীম মাহফুজের গ্রুপের বাগবিতণ্ডা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। তারই রেশ ধরে বৃহস্পতিবার সাধারণ সম্পাদক গ্রুপের নিলয়কে ধাওয়া দেয় সভাপতি গ্রুপের কয়েকজন।

এ সংবাদ জানাজানি হলে ক্যাম্পাসে রাত ১১টার দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে সভাপতি ও সম্পাদক পক্ষের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ সম্পাদক গ্রুপের নিলয় আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে রেবোবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত