ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। সিনেমায় যেমন ব্যস্ত তিনি, একইভাবে সক্রিয় চলচ্চিত্রশিল্পীদের স্বার্থরক্ষার সংগঠন শিল্পী সমিতির নেতৃত্বেও। সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন সুনিপুণভাবেই। শিল্পীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে। একজন ব্যবসায়ী হিসেবেও সফল। সমানতালে সামলান সংসারও।
এসবের বাইরে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। ফ্যান-ফলোয়ারদের সঙ্গে নিয়মিত রাখেন যোগাযোগ। বহুমুখী প্রতিভার এই অভিনেত্রী এবার নতুন দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দলের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন নিপুণ।
৩ দিনের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের কলকাতায় আছে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল। শনিবার দেশ ত্যাগ করে তারা। তাদের হয়ে প্রচারণা করবেন এই অভিনেত্রী।
নিপুণ বলেন, ‘আমার জন্য এটা অনেক সম্মানের দায়িত্ব। আশা করছি আমাদের দল এবার খুব ভালো করবে। সবারই প্রত্যাশা এমন। দলের প্রতিটি খেলোয়াড় বেশ আত্মপ্রত্যয়ী। ৩টি ম্যাচই তারা জিততে মরিয়া। এমন একটি দলের সঙ্গী হতে পেরে আমি আনন্দিত।’