মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফারদিন (২১) নামক একজনকে গ্রেপ্তার ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ।
সোমবার (৮ মে) মধ্যরাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুমারজানি এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেপ্তার করেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক মাহফুুজর রহমান।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল ফারদিন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বালিয়াকান্দি গ্রামের রবিউল হাসানের ছেলে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ফারদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক সংগ্রহ করে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে এই মাদক সরবরাহ করতো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদসুত্রে জানা গেছে। তবে মির্জাপুরে কার কাছে এই মাদক সরবরাহের জন্য এসেছিলো তা জানা যায়নি।
এ ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা আবু রায়হান বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করে এই মাদক চোরাচালানে সম্পৃত্তদের আইনের আওতায় আনা হবে।
এসএইচ