সর্বশেষ সংবাদ

শাকিব খানের ‘প্রিয়তমা’কে নিয়ে ওমর সানীর স্ট্যাটাস?

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এ কারণে মাঝে মাঝে শিরোনামেও জায়গা করে নেন তিনি।

এবার এ নায়ক ‘প্রিয়তমা’ বলতে কী বোঝেন, সেই বিষয়ে খোলামেলা কথা বললেন। সোমবার (৮ মে) দিবাগত রাত প্রায় ২টার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি।

ওমর সানী লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা—আমি এভাবেই ভাবছি। আর এখন কি দেখছি, এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সঙ্গে মধুর ভাবনা দরকার।’

এদিকে ওমর সানীর ‘প্রিয়তমা’ প্রসঙ্গে অনেকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র মিল খুঁজছেন। শাকিবের এ সিনেমায় নায়িকার চরিত্রে থাকবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। যিনি টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ।

‘প্রিয়তমা’ সিনেমায় নায়িকা হিসেবে ইধিকা পালকে মেনে নিতে পারছেন না অনেক বাংলা সিনেমাপ্রেমীরা। তাদের মতে, প্রিয়তমা হওয়ার জন্য ইধিকার সৌন্দর্য যথেষ্ট নয়। এ কারণে অনেকের ধারণা, ওমর সানীর স্ট্যাটাসটি শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকাকে নিয়ে দেয়া।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত