সর্বশেষ সংবাদ

ছোট শাকিব সঙ্গে থাকে তাই বড় শাকিবকে মিস করি না: অপু বিশ্বাস

সম্প্রতি এক টেলিভিশনে সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়- শাকিবের সঙ্গে কাটানো কোনো মুহূর্ত মিস করেন কিনা? উত্তরে অপু বিশ্বাস বলেন, এখন তো ছোট শাকিব আমার সঙ্গে ঘুরে। তাই মিস করি না।

অপু বিশ্বাস বলেন, আসলে মিসিংটা তখনই হতো, যদি সে আমার থেকে অনেকটা দূরত্বে থাকত এবং কোনো যোগাযোগই না থাকতো। যেহেতু তার আর আমার মধ্যে তেমন দূরত্ব নেই, তাই মিসিংয়ের ব্যাপারটা ওইভাবে অনুভব করি না।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন। তবে ডিভোর্স হলেও তাদের মধ্যে দূরত্ব নেই বলে জানান অপু বিশ্বাস।

সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনও আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। আবার কখনও শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। এ ছাড়াও মাঝেমধ্যে সে (শাকিব) আমার ব্যক্তিগত ও মিডিয়ায় কাজের ব্যাপারেও পরামর্শ দেয়।’

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত