মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনকে বরণ করেছে উপজেলা পরিষদ।
এ উপলক্ষে সোমবার (৮মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদসহ সরকারি ৩৫টি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিদায়ী ইউএনও হাফিজুর রহমান ও নবাগত ইউএনও শাকিলা বিনতে মতিনকেও বিভিন্নভাবে সম্মাননা জানানো হয়।
এসএইচ