উষ্ণতা ছড়ালেন জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান। এর বাইরেও সামাজিক কর্মকাণ্ড নিয়ে নানা সময় আলোচনায় থাকেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামে জয়া সর্বদাই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। শেয়ার করেন নিজের আনন্দঘন ও কাজের মুহূর্ত।

এরই ধারাবাহিকতায় জয়া আহসান আজ সোমবার বিকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ৬টি ছবি শেয়ার করেন। হলুদ রঙের এই আউট ফিটে তাকে বেশ আবেদনময়ী দেখাচ্ছে।

স্লিভ লেস এই গাউন পোশাকটি গরমে মেয়েদের জন্য আরামদায়ক। ছবিটি শেয়ার করে জয়া ক্যাপশনে লেখেন, ‘গ্রীষ্মের গল্প’। এরপর হলুদ রঙের একটি ইমোজি দেন তিনি।

জয়া আহসান বরাবরই ফ্যাশনা সচেতন একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গোটা বছরজুড়েই নিজের পোশাক দিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার হলুদ রঙের গাউন পড়ে গ্রীষ্মের গরমে ভক্তদের মনে উষ্ণতা ছড়ালেন রুপালি পর্দার এই দেবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *