সর্বশেষ সংবাদ

উষ্ণতা ছড়ালেন জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান। এর বাইরেও সামাজিক কর্মকাণ্ড নিয়ে নানা সময় আলোচনায় থাকেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামে জয়া সর্বদাই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। শেয়ার করেন নিজের আনন্দঘন ও কাজের মুহূর্ত।

এরই ধারাবাহিকতায় জয়া আহসান আজ সোমবার বিকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ৬টি ছবি শেয়ার করেন। হলুদ রঙের এই আউট ফিটে তাকে বেশ আবেদনময়ী দেখাচ্ছে।

স্লিভ লেস এই গাউন পোশাকটি গরমে মেয়েদের জন্য আরামদায়ক। ছবিটি শেয়ার করে জয়া ক্যাপশনে লেখেন, ‘গ্রীষ্মের গল্প’। এরপর হলুদ রঙের একটি ইমোজি দেন তিনি।

জয়া আহসান বরাবরই ফ্যাশনা সচেতন একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গোটা বছরজুড়েই নিজের পোশাক দিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার হলুদ রঙের গাউন পড়ে গ্রীষ্মের গরমে ভক্তদের মনে উষ্ণতা ছড়ালেন রুপালি পর্দার এই দেবী।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত