মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া চিরচেনা গণ্ডির বাইরে থাকতে পছন্দ করেন। তাই তো এখন তিনি বেছে নিয়েছেন আইন পেশাকে। শুধু তা-ই নয়, পেশাদার আইনজীবী হিসেবে নিয়মিত কোর্টেও যাচ্ছেন তিনি।
গত বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ কয়েকজন আইনজীবী। সেই আইনজীবীদের দলে দেখা যায় পিয়াকেও।
২০১৭ সালে ‘মিস বাংলাদেশ’ শিরোপা জয়ী পিয়া আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার ‘লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ’ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। আইনজীবী হিসেবে ব্যস্ততার মধ্যেও টেলিভিশনেও কাজ করা হচ্ছে বলে জানান পিয়া।
এই মডেল বিয়ে করেন ২০১৪ সালে, তার স্বামীর নাম ফারুক হাসান সামীর। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ছেলের মা হন পিয়া।