কাবিলার বড়শিতে দেড় কেজি ওজনের তেলাপিয়া

বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেতা কাবিলা। আসল নাম নজরুল ইসলাম শামীম কাবিলা ১৯৮৮ সালে ‘যন্ত্রণা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। প্রথমদিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসেবে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠেন।

তবে অনেক দিন ধরেই পর্দায় নেই এই অভিনেতা। স্বরযন্ত্রের সমস্যার কারণে পর্দায় আসছেন না। কিন্তু তাই বলে নিজের কর্মকাণ্ড থামিয়ে রাখেননি। নিয়মিত ব্যায়াম ও নিজের কাজ অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, অভিনয় ও মার্শাল আর্টও প্রশিক্ষণ দেন কাবিলা। এ ছাড়া বাকি সময় নিজের মতো করে অতিবাহিত করেন। সেসবের হালনাগাদ কার্যক্রম সামাজিক মাধ্যমে উঠে আসে।

কাবিলার নিজের একটি পুকুর রয়েছে। যেখানে মাছ চাষ করেন। অবসর সময়ে পুকুরে মাছ ধরেন। সম্প্রতি সেই পুকুর থেকে একটি দেড় কেজি ওজনের তেলাপিয়া মাছ ধরেছেন। সেই মাছের ছবি ফেসবুকে দিতেই ভাইরাল হয়ে যায়। মিলিয়নের মতো লাইক পড়ে সেই ছবিতে।

কাবিলা তেলাপিয়া মাছ ধরা প্রসঙ্গে বলেছেন, নিজের পুকুর থেকে ধরলাম, দেশি তেলাপিয়া মাছ, প্রায় দেড় কেজি ওজন। যে খাইবেন মনে রাখবেন।

কাবিলার এই বাক্যের বিপরীতে হাজার হাজার অনুরোধ-আহ্বান উঠে এসেছে। তেলাপিয়া মাছে ভাগ বসাতে উদগ্রীব নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *