মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে এবং প্রতিটা অঞ্চলে কর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) সকালে প্রেসক্লাব মির্জাপুর’র মিলনায়তনে এ সভা হয়।
সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির।
এসময় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আব্দুস সালাম চাকলাদার ও সদস্য মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন।
সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কিভাবে দলকে সুসংগঠিত করা যায়, মানুষের মনে আরও আস্থা অর্জন করা যায়, সর্বোপুরি নির্বাচনে জনগণের প্রাপ্ত ভোটে কিভাবে জয় লাভ করা যায় এসব বিষয় তুলে ধরেন।
এ অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি-সম্পাদকসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএইচ