মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৭ মে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘স্মৃতিসৌধ অর্জনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রবিবার (৭ মে) সকাল ১০টায় এ অনুষ্ঠান হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাবেক দুই পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হীতেশ চন্দ্র পুলক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শরীফা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস চন্দ্র দূর্লভ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় রাজাকার ওয়াদুদ মাওলানার নেতৃত্বে পাক হানাদার বাহিনী মির্জাপুর ও আন্ধরা গ্রামে আকস্মিক আক্রমণ করে বাড়িঘর লুটপাট এবং দানবীর রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহাসহ ৩১ জন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।
এসএইচ