সর্বশেষ সংবাদ

দেড়শতাধিক শ্রমিকদের জন্য মেজবানি অনুষ্ঠান করলো আর্ন এন্ড লিভ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক ‘আর্ন এÐ লিভের’ উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য মেজবানি আয়োজন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা মসজিদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান হয়।

আর্ন এÐ লিভ দেওহাটা শাখা আয়োজিত এ আয়োজনে রশিদ দেওহাটা এলাকার প্রায় দেড়শতাধিক শ্রমিক অংশ নেয়। শ্রমিকদের খাবার পরিবেশন করেন, আর্ন এÐ লিভ দেওহাটা শাখার স্বেচ্ছাসেবীবৃন্দরা।

এসময় গোড়াই ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার মো. কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য শাহারুল ইসলাম পারভেজ, ব্যবসায়ী আবদুল জলিল, ব্যবসায়ী মো. শাহজাহান, প্রবাসী শাহ আল মামুন, চাকুরিজীবী শাহ আল মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন, আর্ন এÐ লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত