ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির বেশিরভাগ সময় আলোচনায় থেকেছেন নিজের একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে। তবে হঠাৎ করেই বিয়ের সোমবার (২ মে) বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।
এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে সালমান লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।
এমন পোস্ট দেখেও অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেন। তারা অনেকেই লিখছেন, ‘সত্য বিয়ে’ নাকি ‘মজা’ করছেন সালমান মুক্তাদির। এমন কী তার সেই পোস্টেও বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করেছেন অনেকে।
তবে না সেদিনই বিয়ের সত্যতা স্বীকার করে করে ফেসবুক স্টোরিতে আরেকটি পোস্ট দেন এই ইউটিউবার। জানান, ‘বিয়েটা সত্য।’
এবার সেই স্ত্রীর সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান। জানালেন, ২৪ ঘন্টারও কম সময়ের সিদ্ধান্তে তাকে বিয়ে করেছেন তিনি। শুক্রবার স্ত্রীর জন্মদিনের কেক কাটার একটি ভিডিও পোস্ট করে এমন কথা জানান এই ইউটিউবার। সেই সঙ্গে নিজের আগের প্রেমের ফিরিস্তিও টানেন।
নিজের একাধিক প্রেমের কথা উল্লেখ করে সালমান মুক্তাদির লেখেন, ‘আমি সবসময় বিয়ে করতে চেয়েছিলাম। যদি সেই প্রতিশ্রুতি বিয়ের দিকে না যায়, তবে আমি কখনই প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারি না। কেন একজনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত এবং তারা যদি আজীবন প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চিত না হয়, তবে কেন এত প্রচেষ্টা করা উচিত?
‘আমার আগের একজন সঙ্গী ক্রমাগত আমাকে উপেক্ষা করতে থাকে এবং অবশেষে বিয়ে করেনি। অন্য একজন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং ‘তুমি আরও ভাল প্রাপ্য’ বলে সম্পর্কটি শেষ করেছিল। অন্য একজনের বলল সে প্রস্তুত নয়। অবশেষে আমি শিখেছি, যতক্ষণ না কেউ বিয়ে করতে চায়- এটি শুধুই কথোপকথন। আসলে এই কষ্টের মধ্য দিয়ে যাওয়ার মতো কেউ আপনাকে যথেষ্ট ভালোবাসে না।’
তিনি লেখেন, ‘তারপর আমার স্ত্রীর সঙ্গে দেখা হলো। আমরা বন্ধু হলাম। তারপর থেকে তিনি কখনও আঘাত দেয় বা অসম্মানজনক কিছু বলেননি। তিনি সবসময় আমাকে মানুষের সামনে উঁচু করেছেন, যেখানে অন্যরা আমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল। যখন অন্য যেকোনো মেয়েরা একটি ছবি তুলতে চায় এবং সবাইকে বলতে চায় তখন আমার স্ত্রী কখনো আমার সঙ্গে ছবি তোলেনি। এবং সবসময় শুধু আমার সঙ্গে কথা বলার এবং তার গল্প শেয়ার করার জন্য উন্মুখ ছিলেন। অবশেষে আমরা প্রেমে পড়ে গেলাম। আর সিনেমার মতোই সবাই আমাদের বিপক্ষে ছিল।’
তার স্ত্রীর আগের সংসার ছেড়ে আসার গল্প ও লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘৭ মাস ধরে আমার স্ত্রী অনেক সংগ্রাম করেছে এবং নরকের মধ্য দিয়ে গেছে। এমন কয়েক সপ্তাহ ও মাস আছে যেখানে সে আমাকে টেক্সট বা কলও করেনি। আমি ভাবলাম এটা আমার প্রেম জীবনের আরেকটি ব্যর্থতা। এটা কখনই ঘটবে না। সে হয়তো তার যথাসাধ্য চেষ্টা করছে, যেন আমাকে আমার দিক থেকে ছেড়ে দেয়।
‘‘মাসের পর মাস তাকে দেখতে পাইনি। আমি ভেবেছিলাম সে এখন আর আমার মধ্যে নেই এবং গল্প তৈরি করেছে। কিন্তু বিশ্বাস করা কঠিন ছিল কারণ এই মেয়েটি সেই মেয়েদের একজন নয়। আসলেই কী হতে পারত। তারপর অবশেষে ৭ মাস পর আমাদের বিয়ের ঠিক আগে সে তার বন্ধুকে দিয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করল- ‘সে যদি সবকিছু ছেড়ে বাচ্চাদের সঙ্গে আপনার দরজায় হাজির হয়। আপনি কি তাকে মেনে নিতে পারবেন? নাকি এটা আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে।’ আমার পা সত্যিই ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি খুব মর্মাহত হলাম, কোন জায়গা থেকে ঠিক এলোমেলোভাবে আমার সিদ্ধান্ত নেয়ার জন্যে ২৪ ঘন্টারও কম সময় ছিল।’’
এরপর স্ত্রীর গুণাবলী তিনি লেখেন, ‘আমাকে কেবল স্বীকার করতেই হয়েছিল, এখনকার দিনে তার মতো এত শক্তিশালী কোনো ভালবাসা নেই। আমি কখনই এমন কাউকে পাব না যে সালমান মুক্তাদিরের মতো লোকের জন্য সবকিছু ছেড়ে দেবে। তিনি আমার হৃদয় দেখেন, তিনি আমার আত্মা দেখেন, তিনি আমাকে মানুষ হিসাবে সম্মান করেন, তিনি তার সবকিছু দিয়ে আমাকে ভালবাসেন। সে আমার জন্য যে ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক ছিল। এই নারী এত শিক্ষিত, এত স্মার্ট এত জ্ঞানী, এত শক্তিশালী। আর এমন একজন নারী আমাকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তিনি আমার প্রার্থনার উত্তর যা সঠিক সময়ে আমার দরজায় টোকা দিয়েছে।
‘তাই অনুগ্রহ করে আমার স্ত্রীর সত্যিকারের যোগ্যতা এবং গুণাবলী না জেনে খবর এবং পোস্ট শেয়ার করবেন না। তিনি একজন দুর্বল অসহায় নারী নন, যিনি আমার হাত ধরেছিলেন। তিনি একজন রাণী, যে আমার জন্য তার রাজ্য ছেড়েছেন। আপনি আমার স্ত্রীকে জানেন না। আপনি জানেন না, সালমান মুক্তাদিরের স্ত্রী হতে কী লাগে। তিনি কেবল একজন যেনতেন নারী নন। একজন রাণীর জন্য প্রয়োজনীয় সমস্ত গুণাবলী এবং শক্তিসহ তিনি একজন রাণী। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের উপর তার রহমত বর্ষণ করুন এবং আমাদের সমস্ত নেতিবাচকতা এবং বিষাক্ততা থেকে দূরে রাখুন।’
সবশেষে তিনি লেখেন, ‘আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। আমরা উভয়েই লাখ লাখ মানুষের কাছ থেকে প্রাপ্ত সব সমর্থন ও শুভেচ্ছার প্রশংসা করি। ধন্যবাদ। আমাদের দোয়াও আপনাদের সঙ্গে আছে। আশা করি আপনারা সবাই এমন একটি ভালবাসা খুঁজে পাবেন যা আপনাকে কেবল একজন ভাল ব্যক্তি করে এবং আপনার জীবনকে একটি নতুন অর্থ দেয়।’