সর্বশেষ সংবাদ

সাঁথিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ৩৫৬ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

আটককৃতরা হলেন- উপজেলার বড়পাথাইলহাট গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইমরান মোল্লা (৩৪) ও সোনাতলা বড় ক্যানালপাড়া গ্রামের জমিন মোল্লার ছেলে বাচ্চু মোল্লা।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ মে) বিকেলে স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন বড়পাথাইলহাট গ্রামস্থ আসামি ইমরান এর ওয়ার্কসপের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫৬ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, ১৪০ গ্রাম গাঁজা, মোবাইল ও নগদ-৫,৭১৮ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব-১২ পাবনার সিনিয়র এএসপি কিশোর রায় জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জব্দকৃত আলামতসহ তাদের সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এআই 

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত