মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি লতিফ ভূইয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) বিকালে ঈশ্বরগঞ্জ বাজারে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, সিনিয়ার সহ-সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত (নবু), পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মী।
এসএইচ