ছেলের অষ্টম জন্মমাস উদযাপন করে যা বললেন পরীমণি

গত বছরের ১০ আগস্ট রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে পুত্রসন্তানের মা হয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তারপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় ৮ মাস। পরীর ব্যস্ততা এখন শুধু তাঁর পুত্র রাজ্যকে নিয়ে। প্রতিনিয়ত ছেলে রাজ্য ও নিজের ছবি ভক্তদের সাথে শেয়ার করেন পরী।

সোমবার (১ মে) পরী তার ফেসবুকে ছেলে রাজ্যর সাথে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, বাজানের আট মাস সেলিব্রেশনের ছবিগুলো। আপলোড করা হয়নি তখন। ইদানিং তার খুব টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল স্টার পছন্দ। তাই ………..

উল্লেখ্য, গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তাঁরা। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।

এর আগে গত মাসে ছেলের জন্মের সাত মাস উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *