মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মহান মে দিবস উদযাপন উপলক্ষে কালিয়াকৈর পৌর শ্রমিকলীগের আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকালে পৌর শ্রমিকলীগের আয়োজনে মালেক মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক লীগের সভাপতি রুবেল পারভেজ, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ শিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তুষার, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন, কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ দুলাল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক হাজী হারেজউজ্জামান খান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারন সম্পাদক সুমন রানাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
এসএইচ