ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। প্রায় ৩২ বছরের অভিনয় জীবনে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি। ব্যক্তিজীবনেও দুই সন্তান নিয়ে তার সুখী পরিবার।
মিশা সওদাগরের বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ আমেরিকায় পড়াশোনা করছে। ছোট ছেলে ওয়াইজ করণী এবার রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও লেভেল’ পরীক্ষা দেবে।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পরিবারের সদস্যদের ছবি শেয়ার করেন এই অভিনেতা। শনিবার (২৯ এপ্রিল) একটি পারিবারিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিশা।
ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, ‘পরিবারেই সুখ, পরিবারেই শান্তি। বাইরের পৃথিবী জুড়েই চলছে প্রতিদ্বন্দ্বী।’
তার সেই পোস্টে নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, জানিয়েছেন ভালোবাসা।