ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানের যে অনেক নারী ভক্ত রয়েছে, সে কথা অনেক আগেই জানিয়েছেন তিনি। একাধিক সাক্ষাৎকারে তার প্রতি নারী ভক্তদের পাগলামোর কথাও বলেছেন এ অভিনেতা। তবে এবার নারী ভক্তদের অনেকটাই সতর্কবার্তা দিলেন তিনি।
সম্প্রতি ঈদ উপলক্ষে এক সাক্ষাৎকারে নারী ভক্ত নিয়ে কথা বলার সময় জায়েদ খান বলেন, আমার নারী ভক্ত অনেক। আমাকে অনেক ভালোবাসে নারীরা। সেটা নোংরাভাবে না। হয়তো আমি ব্যাচেলর এ কারণে।
তিনি বলেন, আমার ফেসবুক ঘাটলে দেখা যাবে তিনভাগের আড়াই ভাগ মেয়ে। আমার কাছে যত ফোন আসে সব মেয়েদের। যত গিফট পাই মেয়েদের। আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি তা অবিশ্বাস্য।
এ অভিনেতা বলেন, অনেক মেয়ে নাকি বিয়ে করছে না। জীবনে নাকি বিয়েই করবে না। যতদিন না আমি বিয়ে করি। এমনও ঘটছে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে কিন্তু সে বিয়ে করবে না। আমাকেই বিয়ে করার আশায় আছে। কোনোদিন দেখাও হয়নি। আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাকে চাচ্ছে, এমনও আছে।
মেয়ে ভক্তদের এসব পাগলামোতে তাদের কখনো বুঝানোর চেষ্টা করেন কিনা, প্রশ্ন করলে তিনি বলেন, অনেক বলি। চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এ সাধারণ সম্পাদক বলেন, আমি বলি যে আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। পারবে না।
তিনি বলেন, আমি আগুনই আজীবন। তবে ভবিষ্যতে বিয়ে করবেন, কি করবেন না এ প্রশ্নের জবাবে বলেন, সেটা এখনো সিদ্ধান্ত নেইনি। কিছু সুন্দরীরা জ্বলুক। তারপর না হয় চিন্তা করব।