মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷
উত্তর নাকশী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর৷
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলসপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদ আলী৷
অত্র বিদ্যালয়ের শিক্ষক মো. কামরুজ্জামান বিএসসির সঞ্চালনায়, এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের গুরুপ্তপূর্ণ একটি অধ্যায় এসএসসি পরীক্ষা। তাই সকল শিক্ষার্থীকে পড়ালেখা করে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে ভালো করে পড়ালেখায় মনোযোগী হতে হবে।
এসমস তিনি, এসএসসি পরীক্ষা যারা বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাবে তাদেরকে ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দেন৷
এর আগে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়৷