সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের কাউনিয়ায় প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার জাকির হোসেন নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার জাকির হোসেন কুড়িগ্রামের সদর উপজেলার রায়পুর আরডিআরএস এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোরে স্থানীয় এক নারী ওই মন্দিরে পূজা দিতে গিয়ে কালী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। একটি হনুমানের মূর্তিও ভেঙে ফেলে কে বা কারা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন জাকিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করে। তাকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র কাউনিয়া থানায় মামলা করেন।
এসএইচ