সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে পবিত্র শবে কদরে ইবাদতে মগ্ন ধর্মপ্রাণ মুসলমানরা

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী বয়ান উপলক্ষে পবিত্র লাইলাতুল কদরের মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শবে কদরের মোনাজাত পরিচালনা করেন, রাজদীঘি সাহেরাফুল মাদ্রাসার মুহতামিন ও কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার রাতে (১৮ এপ্রিল) কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পবিত্র শবে কদর উপলক্ষে উদ্বোধনী বয়ান ও মনাজাত পরিচালনা করা হয়।

এসময় শবে কদরের পবিত্র মর্যাদাপূর্ণ রাতে স্রষ্টার অনুগ্রহ বর্ষিত হোক আমাদের উপর। হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাতে মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দানকরুক, সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হকের জন্য দোয়া ও প্রচন্ড তাপদাহে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত