বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় দুই কোটি টাকা

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগেই বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে স্বাভাবিকের চেয়ে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। মহাসড়কে যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু পারাপাড়ে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ টোল আদায় বেড়েছে।

বাসেক’র সাইট অফিস বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার এবং দুই কোটি নয় লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
এরমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব অর্থাৎ টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি তিন লাখ ১৬ হাজার টাকা এবং
সেতুর পশ্চিম অর্থাৎ সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ছয় লাখ ৬২ হাজার ৯০০ টাকা।

এদিকে, মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতে চলাচল করছে।

বাসেক’র সাইট অফিস বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ২৪ ঘণ্টায় সেতুতে ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার হওয়ায় দুই কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে সে জন্য টোলপ্লাজায় অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *