রূপগঞ্জে স্যালাইন তৈরির কাখানায় অগ্নিকাণ্ড

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই কারখানার চারজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ওরিয়ন ইনফিউশন লিমিটেড স্যালাইন কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, মৈকুলী এলাকার ওরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন তৈরি কারখানার ক্লিন রুমের থেকে দুপুরে আগুন দেখতে পায় এসময় কারখানায় কাজ করা চারজন শ্রমিক ছুটাছুটি করে আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত বিষয়টি তদন্ত করে জানানো হবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *