সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর নগরীর ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানি মোড়ের মতি প্লাজায় আগুন লেগেছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ও হারাগাছের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, খবর পেয়ে সাতটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, মতি প্লাজার দ্বিতীয় তলার পূর্ব দিকে একটি ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি জেনারেটর ছিল। বৈদ্যুতিক গোলযোগ নাকি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব কম থাকায় দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। এতে আগুন ছড়িয়ে পড়েনি। ব্যবসয়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে, যোগ করেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এসএইচ