কয়েক দিন পরই পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ মানেই অন্যসব আয়োজনের মধ্যে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি। যা অধীর আগ্রহ নিয়ে দেখে থাকেন দর্শকরা। এবার ঈদেও ব্যতিক্রম হচ্ছে না তার। ইতোমধ্যে ঈদে মুক্তির তালিকায় জায়গা করে নিয়েছে কয়েকটি সিনেমা।
ঈদে মুক্তির মিছিলে থাকা সিনমোগুলোর মধ্যে রয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘জ্বীন’, ‘পাপ’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘আদম’, ‘লোকাল’, ‘শত্রু’ ও ‘টোকাই’। এর মধ্যে ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষী। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাইরের প্রযোজনা সংস্থায় কাজ করলেন এই জুটি।
এদিকে ঈদকে কেন্দ্র সিনেমার মুক্তি ও প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও অনন্ত জলিলকে দেখা গেল মানবতার কাজে। মসজিদের এক খাদেমের পাশে দাঁড়িয়েছেন তিনি।
রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেন চিত্রনায়ক অনন্ত জলিল। সেখানে ক্যাপশনে লেখেন, ‘এবার মসজিদের খাদেমের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল।’
ভিডিওতে মসজিদের খাদেম বলেন, আমি মোহাম্মদ আনাস উল্লাহ শেখ। আমি মহাখালী মসজিদের খাদেম। আমার গ্রামের বাড়ি চাঁদপুর। আমার তিন মেয়ে ও এক ছেলে। ছেলেটি হাফেজ হওয়ার পর মহাখালী বেগমগঞ্জ তৈয়বপুর মাদরাসায় কিতাব বিভাগে পড়ালেখা করছে। তিন মেয়ের মধ্যে দুজনের বিয়ে দিয়েছি। আর একজন অবিবাহিত।’
এ খাদেম বলেন, ‘আমার ঘরে বৃষ্টি এলে পানি পড়ে। খুবই কষ্টকর। অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় অর্থের ব্যবস্তা করতে পারিনি। কিন্তু অনন্ত জলিল স্যারের বাসায় যাওয়ার পরে দুই বান্ টিন কেনার টাকা দিবে বলছে। এরপর অফিসে নিয়ে আসছে। তারপর টিন কেনার টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করুক।’