সর্বশেষ সংবাদ

মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পাঞ্জাবী বিতরণ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জুবায়ের সিদ্দিকীর উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে ২শত ৫০জন ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারে কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় এ ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়।

এসময় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য আতিকুর রহমান সিকদার, হালিম সিকদার, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম তারা, আজগানা ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আজগানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্বাস আলী, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মনির, জাহাঙ্গীর, জসিম, রাজিব হোসেন, লাবু মিয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঞ্জাবী বিতরণ শেষে জুবায়ের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমার নিজস্ব অর্থায়নে আমার ইউনিয়নে আওয়ামী লীগের জন্য নিবেদিত ২৫০জন নেতাকর্মীর মাঝে পাঞ্জাবী উপহার দিয়েছে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত